চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে সারাদেশের মানুষ যেমন প্রত্যাখান করেছে চাঁদপুরবাসীও সর্বাত্মকভাবে তা প্রত্যাখান করেছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি চাঁদপুর কন্ঠকে বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে রাষ্ট্র জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার মতে, রাজনৈতিক ভোটের খেলায় নির্বাচন কমিশন রেফারির ভুমিকা পালন করার কথা। কিন্তু দেশের আপমর জনগণ কি দেখছে , ‘সরকার আবারও একদলীয় নির্বাচন করার নীলনকশা করছে। আর ইসি তাদের রেফারির নির্ভরতার আস্থা স্থল।
বর্তমান নির্বাচন কমিশন নিশি রাতের ভোটে নির্বাচিত সরকারের আজ্ঞাবহ সিলেকশন। এই কমিশনের মূল উদ্দেশ্য আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনা। এই কমিশন যদি নিরপেক্ষ হতো তাহলে জনমত উপেক্ষা করে তফসিল জারি করতো না।
অ্যাডঃ সেলিম আরো বলেন,বিরোধী সকল দল ও অধিকাংশ জনগণের মতামত উপেক্ষা করে ঘোষিত এই তফসিল আমরা প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে একতরফা নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র দেশবাসী প্রতিহত করবে।
তিনি বলেন, চাঁদপুরে আমাদের বহু নেতা কর্মীদের পুলিশ গ্রেফতার করে মিথ্যা মামলা দিচ্ছে। হামলা মামলা জেল জুলুম রাজনৈতিক হয়রানি করে জনগণের আন্দোলন স্তব্দ করা যাবে না। এক দফা দাবি আদায়ের অবরোধ চলছে,চলবেই।
বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।
আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দুর্বার আন্দোলন