স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদকে জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ১৮মার্চ বিকেল ৩ টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ ও সাধারণ সস্পাদক কে এম মাসুদের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওঢারী,সাধারণ সম্পাদক রহিম বাদশা,চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ,সাবেক সভাপতি একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, সদস্য মুহাম্মদ আলমগীর পাটওয়ারী, কাদের পলাশ, মিজানুর রহমান লিটন, মাসুদ আলম প্রমুখ।