চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত -২

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৩নং সুবিদপুর ইউনিয়নে বেরী বাঁধের উপরে চৌধুরী বাড়ির সন্মুখে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার রাতে মোটরসাইকেল আরোহী পোল্ট্রি ব্যবসায়ী আব্দুর রহমান ও তার কর্মচারী সোহাগ বাড়ি ফেরার পথে সুবিদপুর ইউনিয়নের চৌধুরী বাড়ির সামনে দুর্ঘটনার কবলে পড়েন।

ঘটনা সূত্রে জানা যায়, গল্লাক থেকে কামতা আসার পথে চৌধুরী বাড়ির সন্মুখে মোটরসাইকেল ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই আরোহী মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার পর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকা দুজনকে উদ্ধার করে স্হানীয়রা চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিপ্লব দাস তাদেরকে মৃত ঘোষণা করে।

সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রহমান ৩নং সুবিদপুর ইউনিয়নের পানিশাইর গ্রামের আবু তাহের ছেলে ও তার কর্মচারী সোহাগ পাশের গ্রাম আইটপাড়ার ইমাম হোসেনের ছেলে।

দুর্ঘটনায় তারা দুজন নিহত হলেও তাদের মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় রয়েছে বলে প্রত্যক্ষ দর্শীরা জানান।

নিহতের স্বজনরা জানান, পোল্ট্রি ব্যবসায়ী আব্দুর রহমান বাজারে গিয়ে ব্যবসায়িক টাকা নিয়ে আসার পথে এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই আব্দুল আলিম হাসপাতালে গিয়ে নিহতের খোঁজখবর নিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশকে অবগত করেন।

এ বিষয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিপ্লব দাস বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দূজনই হাসপাতালে আনাহলে আমরা তাদের পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে চেষ্টা করি। কিন্তু উভয়ই মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় ঘটনাস্থলে নিহত হয়।

দুর্ঘটনায় নিহত দুজনের স্বজনরা খবর পেয়ে হাসপাতালে এসে আহাজারি করতে থাকে।

Loading

শেয়ার করুন: