জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব মো. আব্দুস সবুর মন্ডলকে ভূমি সংস্কার বোর্ডের নতুন চেয়ারম্যান (সচিব) করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সবুর মন্ডল প্রশাসনের ১৩তম ব্যাচের কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় গত ৫ সেপ্টেম্বর সচিব পদে পদোন্নতি পান তিনি।
আব্দুস সবুর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, চাঁদপুরের জেলা ডিসিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।