নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। এরই অংশ হিসেবে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরের ৫ আসনের ২৯ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
জানা গেছে, এ নির্বাচনে ৫টি আসনে মনোনয়নপত্র জমা দেন ৪৩ জন। বৈধ হয় ৩২ জনের। বাতিল হয় ১১ জনের। বাতিলের বিরুদ্ধে আপিল করেন ৬ জন। গ্রহণের বিরুদ্ধে আপিল করেন ৩ জন এবং আপিল মঞ্জুর হয় ৩ জনের। প্রার্থিতা প্রত্যাহার করেন ৬ জন এবং বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২৯ জন। এদের মধ্যে চাঁদপুর-৩ এবং চাঁদপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া এবং (ফরিদগঞ্জ) চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায়, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৩ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদকে দলীয় প্রতীক নৌকা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সেলিম প্রধানকে চেয়ার, জাসদের মনোনীত প্রার্থী সাইফুল ইসলামকে মশাল প্রতীক পেয়েছেন।
চাঁদপুর-২ (মতলব দক্ষিণ-মতলব উত্তর) আসন থেকে ৫ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. এমরান হোসেন মিয়াকে নাঙ্গল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী মো. মনির হোসেনকে একতারা, জাসদ মনোনীত প্রার্থী মো. হাছান আলী সিকদারকে মশাল এবং স্বতন্ত্র প্রার্থী এম. ইসফাক আহসান ঈগল প্রতীক পেয়েছেন।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মহসীন খানকে নাঙ্গল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী আবু জাফর মো. মাইনুদ্দিনকে মোমবাতি, জাকের পার্টির মনোনীত প্রার্থী মো. কাওছার মোল্লাকে গোলাপ ফুল, বাংলাদেশ তরিকত মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমানকে ফুলের মালা, স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়াকে ঈগল এবং আরেক স্বতন্ত্র প্রার্থী রেদোয়ান খান বোরহান ট্রাক প্রতীক পেয়েছেন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে ৮ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাজ্জাদ রশিদকে নাঙ্গল, তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদির তালুকদারকে সোনালী আঁশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আব্দুল গনিকে আম, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীকে ফুলের মালা এবং বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহানকে নোঙ্গর, স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়াকে ঈগল এবং আরেক স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদ ট্রাক প্রতীক পেয়েছেন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম দলীয় প্রতীক নৌকা পেয়েছেন। এ ছাড়া প্রার্থী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ-সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদীকে চেয়ার প্রতীক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীকে ফুলের মালা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত প্রার্থী আক্তার হোসেনকে ছড়ি, স্বতন্ত্র প্রার্থী হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিনকে ঈগল, মোহাম্মদ সফিকুল আলম ট্রাক প্রতীক পেয়েছেন ।