চাঁদপুরে অনুর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের ব্রাক্ষ্মনবাড়িয়া চ্যাম্পিয়ন

মাসুদ রানা:

চাঁদপুরে শেখ কামাল অনুর্ধ্ব ১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ব্রাক্ষ্মনাবাড়িয়া জেলা দল ৩ উইকেটে সিলেট জেলা দলকে পরাজিত করে।

সোমবার (১৪ নভেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা ক্রিকেটে ভালো করছি। এদের মধ্য থেকে ভালো ভালো খেলোয়াড় বের হয়ে আসবে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আবু নাছের বাচ্চু পাটওয়ারী, রংপুর ডিভিশন কোচ মাসুদ পারভেজ রাজন, বিসিবি নিয়ন্ত্রিত জেলা ক্রিকেট একাডেমির প্রশিক্ষক শামিম ফারুকী প্রমূখ।

খেলায় সিলেট জেলা দল প্রথমে খেলতে নেমে ৪৪ ওভারে ১১২ রান করে। পরে ব্রাক্ষ্মনবাড়িয়া ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছে যায়।

Loading

শেয়ার করুন: