
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রম সরেজমিন পরিদর্শন করেছেন অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার উত্তরের ষাটনল থেকে শুরু করে দক্ষিণের আরো বেশ কিছু এলাকা পরিদর্শন করেন তিনি। পরে নৌ পুলিশের মোহনপুর ফাঁড়ি ঘুরে দেখেন অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।
অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, মা ইলিশ নিধন প্রতিরোধে পুলিশকে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন, নৌ পুলিশ প্রধান কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার মুক্তা ধর, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
প্রজনন মৌসুম শুরু হওয়ায় ডিম ছাড়ার এই সময় মা ইলিশ সংরক্ষণে গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।