নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকীর উপর পুৃলিশের এ এসআই হিমন কর্তৃক হামলার তীব্র নিন্দা জানিয়ে আইনজীবীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ আহসান হাবিব।
সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন অ্যাড. ফজলুল হক সরকার, অ্যাড. রুহুল আমিন সরকার, অ্যাড. জহিরুল ইসলাম, মোঃ শাহজাহান মিয়া, কোহিনুর রশিদ, মোঃ কামরুল ইসলাম রোমান, মোঃ আবুল খায়ের খান, মোঃ জসিম উদ্দিন খান, মোঃ শাহাদাত হোসেন, কামাল উদ্দিন আহমেদ, মোঃ মোবারক হোসেন, শরীফ মাহমুদ ফেরদাউস শাহিন, মোঃ জসিম উদ্দিন-২, আলহাজ্ব মিজানুর রহমান, মোঃ শাহ আলম ফরাজী, মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, মোঃ মহসিন খান, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, মোঃ বাবর বেপারী।
সভা শেষে আদালত প্রাঙ্গন থেকে আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হয়ে পুনঃরায় আইনজীবি ভবনের সামনে এসে মিছিলটি শেষ করে।
সভায় বক্তারা বলেন, আমরা দল বুঝি না, মত বুঝি না। আমরা সকলে আইনজীবি। আমরা পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশ শুধু বাকি বিল্লাহ কে রক্তাক্ত করেনি, পুরো আইনজীবিদের রক্তাক্ত করেছে। আমরা সকল অন্যায়ের প্রতিবাদ জানাই। সঠিক বিচার না পেলে অভিলম্বে কোর্টের সকল কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নেব। যথার্থ্য মূল্যের মাধ্যমে রক্তের প্রতিদান দিতে হবে।
সভায় এএসআই হিমন ইসলামের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে। কোর্ট ফির টাকা আইনজীবি সমিতি বহন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ, গত ১৭ জানুয়ারী সোমবার দুপুরে আইনজীবী অ্যাডঃ আব্দুল্লাহ হিল বাকী কাজ শেষে ড্রেস পড়া অবস্থায় যাওয়ার পথে চাঁদপুর শহরে বাসষ্ট্রান্ড এলাকায় চাঁদপুর সদর মডেল থানার এ এস আই হিমন তার ব্যবহৃত হেলমেট দিয়ে তাকে মাথায় আঘাত করেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।