চাঁদপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের ৭৫ বছরপূর্তী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রবিবার (২৩ জুন) বিকালে চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। সেখানে জনসভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে চাঁদপুর শহরের নতুন বাজার, জোড় পুকুর পড়া কালিবাড়ি হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এবং সেখানে কেক কেটে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, সদস্য কামরুজ্জামান মিন্টু, ফরিদগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজা আহমেদ মজুমদার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন বাবর, মহিলা লীগের যুগ্ন আহবায়ক রেবেকা সুলতানা বকুল, মহিলা লিগ নেত্রী রেনু বেগ, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাসিম।

এ ছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামীলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগের চাঁদপুর জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: