চাঁদপুরে ইন্ট্রাকো সিএনজি স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুর ইন্ট্রাকো সি এন জি স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল সন্দ্ব্যা ৭ টায় সি এন জি ইন্ট্রাকোর সামনে মানববন্ধন করেছে।

এসময় তারা বলেন, ১০০% বেতন বৃদ্ধি করন করতে হবে। ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। ১হতে ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।আগামী ১ সপ্তাহের মধ্যে তাদের দাবি না মানলে কর্ম বিরতি করবে বলে তারা জানায়।

এসময় উপস্থিত ছিলেন সুমন চৌধুরী, মোতালেব,কামাল হোসেন, দেলোয়ার হোসেন, হাবিব মাঝি,সোহাগ, বিল্লাল হোসেন, চান মিয়া,বাপ্পি দিদার, রতন ডোম,হাবিবুর রহমান, কাউসার হোসেন, নাজমুল হোসেন, মমিন দিদার, আল আমিন তালুকদার, সাব্বির হোসেন, ইউসুফ, জসিম বেপারী, ইমরান হোসেন, মুসা খান, শাহআলম, ফয়সাল আহমেদ, মনির পাটোয়ারী, আলআমিন (২) আঃ বারেক,সৈয়দ আহমেদ, আঃ আহাদ জমাদার, সাইফুল ইসলাম, মনির হোসেনসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

Loading

শেয়ার করুন: