চাঁদপুরে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুরে আসন্ন উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা ২০২২ রুটিনমাফিক সুষ্ঠু পরিবেশে সুচারুরূপে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসনের শিক্ষা বিভাগ।২৬ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চাঁদপুর কামরুল হাসান। সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন এইচএসসি, আলিম, ভোকেশনাল এবং সমমানের পরীক্ষা সুষ্ঠভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের সকল বোর্ডের এইচএসসি-আলিম সমমান পরীক্ষা ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের এই পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।

Loading

শেয়ার করুন: