চাঁদপুরে এক ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুরে অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর হাসপাতালের সামনে হান্নান কমপ্লেক্সের নিচতলায় একটি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করে সিভিল সার্জন কার্যালয়ের একটি টিম ।

এসময় এক্স-রে রুমের ত্রুটি থাকায় এবং নবায়ন না করায় আজাদ এক্স-রে এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা অর্থ দণ্ড দেয়া হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল আলম,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন ও সঙ্গীয় জেলা পুলিশ ফোর্স।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন,অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এবং মানহীন ক্লিনিকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এরই অংশ হিসেবে জেলা হাসপাতালের সামনে বৃহস্পতিবার অভিযান হয়েছে। দুটি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে একটার মান খুবই ভালো পাওয়া গেছে। তাদের প্রতিটা কাগজপত্র নবায়ন কত তারিখ পর্যন্ত আছে তারা তা লিখে রেখেছে। একটি ক্লিনিকের এক্স-রে রুমটি স্যাঁত স্যাঁতে থাকায় ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Loading

শেয়ার করুন: