
স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে এস এ টিভির ১৩তম বছরে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটায় অংশ নেন অতিথিবৃন্দ৷ সবাই এস এ টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানের প্রশংশা করেন।
এস এ টিভির জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ নূর আলম দ্বীন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষ্ট গার্ড চাঁদপুর অঞ্চলের স্টেশন কমান্ডার মো: ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, পুরান বাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: শোয়ায়েব, পরিবেশ অধিদপ্তরের উপ- পরিচালক মিজানুর রহমান, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী, মেঘনাবার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, জামায়াত নেতা এপিপি এড: কাদের খান, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ বারী জমাদার মানিক, দৈনিক চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক ফরিদুল ইসালাম উকিল, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরী সম্পাদক হাসান মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক প্রমুখ।
আলোচনা সভাটি উপস্থাপনায় ছিলেন এসএ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন ।