চাঁদপুরে কিশোর গ্যাং দমনে যৌথ বাহিনীর অভিযানে আটক -১১

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের সামাজিক মরণব্যাধি কিশোর গ্যাং দমনে এই প্রথমবারের মতো যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে শহর ও শহরতলীর বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহ ১১ কিশোর কে আটক করে থানায় নিয়ে আসে।

জানাযায়, ১৬ নভেম্বর শনিবার বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত চাঁদপু শহরের প্রেসক্লাব এলাকা, আল আমিন স্কুল এন্ড কলেজ সংলগ্ন পার্ক, স্বর্ণ খোলা রোড ও বাবুরহাট কলেজ মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত স্হান গুলোতে কিশোরদের নানামুখী আড্ডা দেওয়া অবস্থায় ১১ জন কিশোরকে আটক করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার নেতৃত্বে ও বাংলাদেশ সেনা বাহিনীর সিনিয়র ওয়ােন্ট অফিসার জিয়াউল হক, ডিবি পুলিশের এস আই মাজহারুল ইসলাম এ অভিযান পরিচালনায় অংশ নেন।

আটক কিশোরদের বিষয়ে চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, চাঁদপুর শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপার স্যারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। সন্ধ্যার পর যে সমস্ত কিশোরকে পড়ার টেবিলের বাইরে রাস্তায় পাওয়া যাবে তাদের কি আমরা আটক করে থানায় নিয়ে আসবো।পড়ালেখা করা কোন কিশোর -কিশোরী সন্ধ্যার পর রাস্তায় থাকতে পারবে না। আমরা তাদের হাতে কোনো অস্ত্র দেখতে চাই না। চাঁদপুর শহরে কিশোর গ্যাং এর দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। তাদের দমনে পুলিশ, সেনাবাহিনী এবং গোয়েন্দা পুলিশ যৌথভাবে চাঁদপুর শহরে অভিযান পরিচালনা করছে।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আটক কিশোর সদস্যদের বিষয়ে যাচাই-বাছাই করে, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিষয়ে বা অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা নির্দোষ তাদেরকে পরিবারের জিম্মায় দিয়ে দেয়া হবে।

Loading

শেয়ার করুন: