চাঁদপুরে গরুর মাংস ৬৫০ টাকা

 

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) গরুর মাংসের দাম কমানোর উদ্দেশ্যে শহরের পাল বাজার, বিপনিবাগ বাজার ও ওয়্যারলেস বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, অভিযানে পরিলক্ষিত হয় প্রতি কেজি গরুর মাংস ৬৫০টাকা করে বিক্রি করা হচ্ছে। মুল্য তালিকা সাঁটানোর জন্য ও ফ্রেশ মাংস বিক্রির জন্য নির্দেশনা দেয়া হয়।

এছাড়া অভিযানে বিভিন্ন অপরাধে ৩ ব্যভসা প্রতিষ্ঠান কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটা চৌকস দল।

Loading

শেয়ার করুন: