চাঁদপুরে চাকরিজীবির নগ্ন ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়, জেল হাজতে নারীসহ তিনজন

 

নিজস্ব প্রতিনিধি ॥

 

চাঁদপুরে এক চাকরিজীবিকে কৌশলে ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ। পরে তাদেরকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

গ্রেপ্তারকৃরা হলেন, মাহমুদা ইসলাম সাথি, শাহাদাত হোসেন ও মোহাম্মদ ইউসুফ। আটককৃতদের বাড়ি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায়।

 

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে এ চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের ওসি মজিবুর রহমান।

 

ডিবি পুলিশ জানায়, চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার বাসিন্দা ও সিলেটের শ্রীমঙ্গল মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে মহসিন মাতাব্বর নামে এক কর্মকর্তা চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব কাছে অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২৪ মার্চ) রাতে চাঁদপুর শহরের আদর্শ মুসলিম পাড়া ও ইস্টেন্ড রোড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানান, গত ১২ ডিসেম্বর ০১৩১০৫২৯৯৫৮ একটি অপরিচিত নাম্বার থেকে সিলেটের শ্রীমঙ্গল মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে মহসিন মাতাব্বর নামে এক কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন আসে। সেই নাম্বার থেকে অপরিচিত একজন মেয়ে তার নাম ধরে কথা বলেন। ওই ব্যক্তি মহসিন মাতাব্বরকে বলেন তিনি আগে থেকে তাকে চেনেন। তিনি শ্রীমঙ্গলে চাকরি করেন সেটাও তিনি জানেন। তিনি ছুটিতে আসলে যাতে তার সাথে দেখা করা হয়। তার চাকরী স্থায়ী করার বিষয়ে সহযোগিতা করবেন। এরপর গত ১৪ ডিসেম্বর ছুটিতে আসেন। তিনি তাকে ফোন করে বলেন বিষ্ণুদী মাদ্রাসা রোডে তার সাথে দেখা করতে। তার কথামতো ওই এলাকায় যান। এরপর তিনি বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় হাজী আক্তার হোসেন খানের মালিকানাধীন তাজমহল হালে মনোয়ারা ম্যানশন নামক বাসার নিচতলায় তাকে নিয়ে যান। বাসায় ঢুকে তিনি দেখেন সেখানে ৫/৬ যুবক বসে রয়েছে। বাসায় ঢুকার সাথে সাথে সেখানে উপস্থিত থাকা যুবকরা তাকে বিভিন্ন প্রশ্ন করেন। এক পর্যায়ে তারা তাকে মারধর শুরু করেন। জোর করে তার জামা কাপড় খুলে আমার নগ্ন করে ভিডিও করেন। তিনি বাঁধা দিলে আসামীরা আমাকে প্রচণ্ড মারধর করেন। এরপর তাকে আটকিয়ে রেখে কাছ থেকে নগদ ১০ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তারা তাকে প্রাণে মেরে ফেলবে হুমকি দেন। বিষয়টি তাৎক্ষণিক তার স্ত্রীকে ফোনে জানালে সে ২ ঘন্টা পর আত্মীয় স্বজনদের কাছ থেকে ৩লক্ষ টাকা জোগাড় করে বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় এসে তাদের কাছে দেন। টাকা নেয়ার সময় তাদের মুখে মাস্ক পড়া ছিলো। টাকা পেয়ে আসামীরা তাকে ছেড়ে দেয়।

 

ডিবি আরও জানায়, এছাড়াও আসামীরা হুমকি দেয় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবেন। এরপর রাসেল নামে একজন ০১৮৬৫৫৫৭৮১০ নাম্বার থেকে তাকে ফোন করে আরও টাকা দাবী করেন। অন্যথায় সে এটি তার আত্মীয় স্বজনের কাছে পাঠাবে বলে হুমকি দেয়। এর কয়েকদিন পর কোড়ালিয়ার তার পাশের বাড়ির হাবিব গাজী তার বাড়ীতে আসেন এবং সই ধারণকৃত নগ্ন ভিডিও দেখিয়ে নগদ ৫ লক্ষ টাকা দাবী করেন। অন্যথায় ভিডিও এলাকায় ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়। তিনি তাকে পূর্বের ঘটনা বলি এবং ৩ লক্ষ টাকা নিয়ে বলছে যে, তারা এটা ডিলিট করে দিবে। তখন সে তাকে ১৫ দিন সময় দিয়ে বলে যে, টাকা দিলে সে এলাকায় এটা ছড়িয়ে দিবে এবং ক্ষতি করবে। এ ঘটনায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মকর্তা মহসিন মাতাব্বর চাঁদপুরের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেন।

 

চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের ওসি মজিবুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Loading

শেয়ার করুন: