মাসুদ রানা ॥
জেল হত্যা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, যখন তারা দেখেছিলো বঙ্গবন্ধুর অবর্তমানে দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করবে, তখনই তারা এ ঘৃনিত হত্যাকান্ড করে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। এখন আবার চক্রান্ত শুরু হয়েছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে। তাদের এধরণের চক্রান্ত সফল হতে দেয়া যাবে না। তারজন্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বলেন, এ হত্যাকান্ডের মধ্য দিয়ে তারা আবার পাকিস্তান বানাতে চেয়েছিলো। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। ৫টি আসনে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া যাবে তখন বুঝা যাবে আমরা ঐক্যবদ্ধ।
জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষন মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা যুব লীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু, আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মালেক দেওয়ান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা জাতীয় শ্রমিক লীগ নেতা অহিদুর রহমান, মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রেবেকা সুলতানা, নেত্রী রেনু বেগম প্রমূখ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪নেতার রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।