চাঁদপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন

 চাঁদপুরে তিন দিনব্যাপী উপজেলা কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলায় মোট ১২ টি  স্টল নিয়ে এই মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মাঠে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসকের সহযোগিতায় এবং খামারবাড়ি ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এই মেলার আয়োজন করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় ফিতা কেটে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা, তপন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোহাম্মদ মুকবুল হোসেন,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনির হোসেন,চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,  সুমি আক্তারসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর অফিসের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Loading

শেয়ার করুন: