চাঁদপুরে নৌ পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাসুদ রানা:

চাঁদপুরে বাংলাদেশ নৌ পুলিশ বাহিনীর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । সোমবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর লঞ্চঘাট নৌ পুলিশ থানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত নৌ পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার।

অনুষ্ঠানের শুরুতে নৌ পুলিশ থানা অফিসার্স ইনচার্জের রুমের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।

পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নৌ পুলিশবাহিনী লোগো সম্মিলিত ব্যানার নিয়ে একটি র্্যালির আয়োজন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন,সহকারী নৌ পুলিশ সুপার মোঃ তোফাজ্জল হোসেন,মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ,নৌ পুলিশ থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, মৎস বনিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, সাধারণ সম্পাদক শবেবরাত আলী, নৌ যান শ্রমিকলীগ সভাপতি বিপ্লব সরকার, আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান,কান্ট্রি ফিসিং বোর্ড সমিতির সভাপতি শাহ আলম মল্লিক, জেলা বালগেট বালুবাহী মালিক সমিতির সভাপতি আব্দুর রব ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাবিব মোল্লা প্রমূখ।

Loading

শেয়ার করুন: