চাঁদপুরে পাবলিকিয়ান অন্যায়বিরোধী ও নিরাপত্তা মঞ্চের প্রথম মতবিনিময় সভা 

স্টাফ রিপোর্টার:
“যেখানে অন্যায়, ঘুষ ও দুর্নীতি সেখানেই বসাবো থাবা।”এই স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন পাবলিকিয়ান অন্যায়বিরোধী ও নিরাপত্তা মঞ্চের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 ২৮ ডিসেম্বর শনিবার চাঁদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উ সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা তাদের বক্তব্য প্রদান করে এবং অন্যায়ের বিরুদ্ধে সবাই একত্রে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পাবলিকিয়ান অন্যায়বিরোধী ও নিরাপত্তা মঞ্চের আহ্বায়ক মুহাম্মদ হাফিজ আল আসাদ (বাবর)।
সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরে ঢাবিয়ান (ঢাবিতে পড়ুয়া চাঁদপুরের সাবেক শিক্ষার্থীদের সংগঠন)-এর সদস্য ও ব্যাংকার্স ক্লাব চাঁদপুর-এর আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, চাঁদপুরে ঢাবিয়ান (ঢাবিতে পড়ুয়া চাঁদপুরের সাবেক শিক্ষার্থীদের সংগঠন)-এর সদস্য ইউসুফ খান, ডাকাতিয়া (ঢাবিতে একখণ্ড চাঁদপুর) ও ডুসাহ্ (ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব হাজীগঞ্জ)-এর সাবেক সাধারণ সম্পাদক মো: রাসেল হোসেন রিয়াজ, নির্বাচনকালীন ডাকাতিয়া (ঢাবিতে একখণ্ড চাঁদপুর)-এর আহ্বায়ক কমিটির সদস্য ও অঙ্গীকার( ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত চাঁদপুর সদর ছাত্র কল্যাণ পরিষদ)-এর সাবেক সাধারণ সম্পাদক স্মরণ ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ অধ্যয়নরত শিক্ষার্থী নাঈমুল হাসান, শোয়েব মাহমুদ ও মো. মাঈনউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী আকবর ও তানহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিকুল ইসলাম ও শাহাদাত হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মালিহা শশী ও খালেদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নাঈমা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানবীর হাসান সাকিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকাফুল ইসলাম করিম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পূর্ণিমা রাণী পালসহ আরও অনেকে।
অন্যায়, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে এক হয়ে কাজ করে চাঁদপুরে এগিয়ে নেওয়ার জন্য সকলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। “যেখানে অন্যায় সেখানেই বসাবো থাবা”—এই স্লোগানকে বাস্তবায়নের মাধ্যমেই তারা স্বচ্ছ ও সুন্দর আগামী চাঁদপুর গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

Loading

শেয়ার করুন: