চাঁদপুরে প্রভাতের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার আগামী দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। হাবিবুর রহমানকে সভাপতি ও সাংবাদিক মোঃ মাসুদ হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন এর স্বাক্ষরিত নব গঠিত এ কমিটিতে জুয়েল হোসেনকে সহ সভাপতি, মিনহাজুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আফজাল পাটওয়ারীকে সাংগঠনিক সম্পাদক, জহিরুল ইসলামকে কোষাধ্যক্ষ, মোঃ সাজদিদুর রহমান পাটওয়ারীকে ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক, আল মাহমুদকে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, আছিয়া আক্তারকে নারী ও শিশু বিষয়ক সম্পাদক, খায়রুল আলমকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক, রাহিম হোসেনকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোঃ খলিলুর রহমান ও মাসুদ মিয়াকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয়।
এছাড়াও উক্ত কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- ওমর ফারুক, ইউসুফ গাজী, আকবর হোসেন, আল আমিন সরকার, জহিরুল ইসলাম মোল্লা, আব্দুল আজিজ আরজু, জহিরুল ইসলাম, তারেক হোসেন, মোঃ রাসেল, আল আমিন, রেজাউল করিম, আফরোজা মারিয়া, আকরাম হোসেন সাগর, রেজাউল খান রানা, জহির খাঁন, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, জাহিদুল ইসলাম, শাহ আলম, জাহিদুল ইসলাম সায়েম, মেহেরাব হোসেন নোবেল, মোঃ শুক্কুর হোসেন, মোঃ সিয়াম পাটওয়ারী, হিরা আক্তার, প্রত্যয় দত্ত, শরীফ গাজী, অন্তর চক্রবর্তী, বোরহান উদ্দিন, মোঃ মাছুম হোসেন ও পরান হোসেন।
উল্লেখ্য, ২০১৭ সালে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। ৭ বছর পেরিয়ে ৮ বছরে পদার্পণ করেছে। সংগঠনটি অসহায়দের মাঝে সহযোগিতা, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বিভিন্ন দূর্যোগ মুহুর্তে ত্রাণ সামগ্রী বিতরণ, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, মাদক ও বাল্যবিবাহের উপর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Loading

শেয়ার করুন: