চাঁদপুরে বঙ্গবন্ধু গেইট উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুরে ‘বঙ্গবন্ধু গেইট’ উদ্বোধন করা হয়েছে। ১৭ মার্চ বুধবার দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থাবক অর্পন করে গেইটের উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারীসহ অতিথিবৃন্দ।

চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে চাঁদপুর শহরের প্রবেশদার বাবুরহাট এলাকায় ৭৫ লাখ টাকা ব্যায়ে চাঁদপুর-কুমিল্লা সড়কে এই প্রথম বঙ্গবন্ধু গেইট স্থাপন করা হয়।

পরে জেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী।

Loading

শেয়ার করুন: