চাঁদপুরে বিএসটিআই কুমিল্লার সার্ভিল্যান্স অভিযান

নিজস্ব প্রতিবেদক :

পন্যের গুনগত মান নিয়ন্ত্রণ ও মান সনদ গ্রহণে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলার বিভিন্ন ব্যাবসায়িক এলাকায় সার্ভিল্যান্স অভিযান করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা অফিস।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দিনব্যাপী চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই কুমিল্লা অফিস কর্তৃক এই সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে তথ্য নিশ্চিত করেন বিএসটিআই কুমিল্লা অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ।

তিনি বলেন, আমাদের কার্যালয় থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানাগুলোকে সনদ গ্রহণ করার জন্য উদ্ধুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। যাতে করে ব্যবসায়ীরা সতর্ক হয় এবং বিএসটিআই এর সনদ গ্রহণ করে। এতে করে এসব প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট নিয়মের আওতায় চলে আসে। এই অভিযানে ব্যবসায়ীদের কোন জরিমনা করা হয় না। শুধুমাত্র সতর্ক করে দেয়া হয়।

এই দিন অভিযানে শাহরাস্তির ওয়ারুক বাজার মেসার্স বিসমিল্লাহ বেকারি, সজিব বেকারি, হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদিয়া হোটেল, মা মনি সুইট এন্ড কনফেকশনারী, বেনুলাল সুইটমিট, জনতা মিষ্টান্ন ভান্ডার, তৃপ্তি হোটেল এণ্ড রেষ্টুরেন্ট, নার্গিস হোটেল এণ্ড রেষ্টুরেন্ট, হাজী সুইটস, গাউছিয়া হাইওয়ে হোটেল এণ্ড রেষ্টুরেন্ট, মেসার্স চাঁদ মুড়ির মিল, চাঁদপুর সদরের মধু ফুড এন্ড কনফেকশনারী, জেনিথ সুইটস, মৌসুমী সুইটসকে পণ্যের অনুকূলে বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ এবং আবেদনের প্রেক্ষিতে কারখানা প্রাথমিক পরিদর্শন করা হয়।

এছাড়াও এদিন জেলার বিভিন্ন বাজার থেকে বিএসটিআই পরীক্ষাগারে গুণগত মান পরীক্ষণের নিমিত্তে বাজার হতে বিভিন্ন ব্র্যান্ডের কার্বনেটেড বেভারেজ ড্রিংকস ক্রয় করা হয়।

অভিযানটি বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
ফম/এমএমএ/

Loading

শেয়ার করুন: