
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ঐতিহ্যবাহী বিষ্ণুদী ক্লাবের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের অফিস ভবনের দ্বিতীয় তলায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন, ক্লাবের সভাপতি এডভোকেট সেলিম আকবর। তিনি বলেন, এই ক্লাবটির সুনাম ও ঐতিহ্য রয়েছে । আমি চাই এই এলাকার সকলকে নিয়ে আমরা এই ক্লাবের মাধ্যমে সকল সামাজিক কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে। এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমরা সব সময় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাব।
অচিরেই আমরা বিষ্ণুদী ক্লাবের মাধ্যমে একটি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করব এতে ব্যাডমিন্টন ও কেরাম খেলার আয়োজন থাকবে । এই ক্লাবটি একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে এই এলাকার সকল মানুষের সুখে-দুখে সব সময় পাশে থাকবে।
তিনি আরো বলেন, খেলাধুলায় সম্পৃক্ত থাকলে সকলের মন ও শরীর স্বাস্থ্য ভালো থাকে। একটি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। বিষ্ণুদী ক্লাবটি চাঁদপুর শহরের মধ্যে একটি ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাব থেকে বহু জাতীয় মানের খেলোয়াড় তৈরি হয়েছে। চাঁদপুর জেলার মধ্যে এই ক্লাবটির যথেষ্ট সুনাম রয়েছে। আমি চাই ভবিষ্যতেও ক্লাবটির সুনাম ধরে রাখতে। সকলেই যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই এই ক্লাবের সুনাম অক্ষুন্ন রাখতে পারব।
ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিকের সঞ্চালনায়, প্রধান বক্তার বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা শোহেবুর রহমান,মাহবুব সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ মাঝি, কার্যকরী সদস্য সাংবাদিক মিজান লিটন, আবুল খায়ের ছৈয়াল, মোঃ হোসেন আহমেদ প্লেটু, মহসিন পাটোয়ার।
এছাড়া উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ক্লাবের উপদেষ্টা চান মিয়া মাঝি, আমিন, মনির মিজি, মঞ্জু মিজি, জাকির বন্দুকসি, খালেক মিয়াজি, মনির গাজী, দুলাল মিজি, করিম গাজী,পল্লব পাটোয়ারীসহ আরো অনেকে।