নিজস্ব প্রতিনিধি ॥
নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার উৎপাদন করায় চাঁদপুরে মিম বনফুল সুইটস এন্ড পেস্টিসপকে আবারো অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এবার শহরের পুরাণবাজার লোহারপুল এলাকার প্রতিষ্ঠানটির আরেক শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই অভিযান পরিচালনা করেন। এর আগে শহরের কুমিল্লা রোড়ে অবস্থিত মিম বনফুল সুইটস এন্ড পেস্টিসপের প্রধান শাখায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়।
অভিযোগ রয়েছে দেশের বিখ্যাত বনফুল কোম্পানীর নাম ও লোগোর একাংশ নকল করে চাঁদপুরে গড়ে তোলা হয়েছে মিম বনফুল সুইটস এন্ড পেস্টিসপ নামে একটি প্রতিষ্ঠান। যার একটি কারখানা শহরের স্বর্ণখোলার চাঁদপুর লাশঘর এলাকায় আর অপরটি শহরের পুরাণবাজার লোহারপুল এলাকার অবস্থিত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার উৎপাদন করায় মিম বনফুল এন্ড পেস্টিসপকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে এ প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকানের আইন মেনে ব্যবসা করার জন্য সতর্ক করা হয়েছে।
এসময় ক্যাব সদস্য বিপ্লব সরকার, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ আলী, আমিরুলসহ সংঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।