স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার সকল কর্মকাণ্ড ৪ দিন বন্ধ থাকার পর আজ ৯ জানুয়ারি মঙ্গলবার থেকে দু’দিনের জন্য শুরু হচ্ছে।
যা শেষ হচ্ছে আগামীকাল ১০ জানুয়ারি বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন ও পুরস্কার বিতরণী’র মাধ্যমে। দু’দিনের কর্মকাণ্ড শুরু হবে দুপুর ২টা থেকে, যা চলবে রাত ১০টা পর্যন্ত।
চাঁদপুরের মুক্তিকামী মানুষজনকে আজ এবং কাল মুক্তিযুদ্ধের বিজয় মেলার সকল কর্মকাণ্ড অতীতের মতো উপভোগ করার জন্য চাঁদপুরবাসীকে অনুরোধ জানিয়েছেন বিজয় মেলার চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ এম এ ওয়াদুদ (অবঃ) ও মহাসচিব হারুন আল রশীদ।