
নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরে শটগাণ, ৩ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ভোরে শহরের ওয়ারলেস বাজার এলাকা থেকে ডাকাতদের আটক করা হয়।
আটকৃত ডাকাত বেলাল হোসেন (৩৮), মোঃ সুজন (২৯), লিটন (২৫) ,আঃ হালিম রকি (২৩), মামুন (৩৮)। তাদের বাড়ি লক্ষীপুর জেলায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে ওয়্যারলেস মোড়, মুন্সিবাড়ী, ইবুগাজী মেস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি শটগান, তিনটি শটগান অ্যামুনিশন, একটি ওয়ার রড কাটার, একটি গ্রাইন্ডার মেশিন, একটি নাট রেঞ্জ, দু’টি পাইপ স্টিক, একটি মাঝারি হাতুড়ি, একটি চাকু, একটি শিলাই রেঞ্জ, একটি কাটিং প্লাস, একটি রশি, একটি গাড়ির নেমপ্লট যার নম্বর (ঢাকা মেট্রো ১২-৫৭৫৬), তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবন পাইপ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং জানান অন্ত: জেলা ডাকাত দলের ৫জন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।