চাঁদপুরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকেল ৫টায় চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা মন্দির এলাকা থেকে এই রথযাত্রা শুরু হয়। পরে শহরের ডাকাতিয়া নদীর ওপর পাড় নতুনবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে পথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।রথযাত্রা উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি সুদীপ্ত রায় বলেন, ধর্মীয় সম্প্রীতির আমাদের এই বাংলাদেশ। তাই জগন্নাথ দেবের আশীর্বাদে এই দেশে আরো বেশি করে সুখ সমৃদ্ধি হোক। সেই প্রত্যাশা সবার।
আগামী ১৪ জুলাই সোমবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব শেষ হবে।
এদিকে, চাঁদপুর শহর ছাড়াও জেলার কচুয়ার সাচার, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ এবং মতলব দক্ষিণের মহারণ দালাল বাড়িতে রথযাত্রা অনুষ্ঠিত হয়।