চাঁদপুরে রামকৃষ্ণ আশ্রমে জেলা বিএনপির মতবিনিময় সভা

 

স্টাফ রিপোর্টার ॥

চলমান পরিস্থিতি নিয়ে চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। ১২ আগস্ট সোমবার বিকেলে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। তিনি বলেন, পরাজিত অপশক্তিরা এখন মানুষের মাঝে আতঙ্ক ছড়াতে চাচ্ছে।আপনারাও এদেশের সন্তান। আপনাদের কিসের ভয় কিসের আতঙ্ক। ভয় আর আতঙ্কতো থাকবে তাদের যারা এদেশে লুটপাট করেছে আগুন সন্ত্রাস করেছে। আমার এবং আপনার মধ্যে কোন পার্থক্য নেই। এবং পার্থক্য হতে দিবো না। আপনারা সাহস নিয়ে চলবেন। বুক ফুলিয়ে চলবেন। কিন্তু কোন রাজনৈতিক বেরাকলে পড়বেন না।

তিনি আরো বলেন, দেশের প্রত্যেকটা অন্যায় অত্যাচারের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিল। কিন্তু আওয়ামী লীগ একটি ঘটনারও বিচার করেনি। চাঁদপুরে আজকে একটি সমাবেশ হচ্ছে। অথচ চাঁদপুরের কোথাও কি হিন্দু সম্প্রদায়ের উপর কিছু হয়েছে? হয়নি।তাহলে কিসের সমাবেশ। আপনারা আপনাদের সন্তানদের বুঝান যে চাঁদপুরে এরকম কিছু ঘটেনি। শাহবাগ থেকে দাবি উঠেছে সংখ্যালঘু আইন করতে হবে। আমরা কিন্তু আপনাদের সংখ্যালঘু বলিনি। আপনারা কেন সংখ্যালঘু হবেন। আপনারাতো আমাদেরই ভাই।

রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সভাপতি ডা. পরেশ চন্দ্র পালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কৃষ্ণ পালের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ স্বামী স্থীরআত্মানন্দ মহারাজ, প্রতিবেশী অনিমেষ ঘোষ, গভর্নিং বডির সদস্য মানব মিশ্র, সুজিত চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদস্য ইখতিয়ার উদ্দিন শিশু সহ আশ্রমের গভর্নিং বডির সদস্য ও ভক্তবৃন্দ।

Loading

শেয়ার করুন: