চাঁদপুরে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা শ্রমিক দল।

৫ ডিসেম্বর রোববার বিকেলে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম।

জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান বাদলের সভাপতিত্বে ও সদর থানা শ্রমিক দলের সদস্য সচিব নয়ন মাহমুদ ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল হাই দুলাল, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সহ-প্রচার সম্পাদক আবদুর রহমান, শহর শ্রমিকদলের আহ্বায়ক ফরিদ মোস্তান, সদস্যসচিব ছোটন বেপারী, সদর থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজু, হাবিবুর রহমান কাজী, রিক্সা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, লক্ষিপুর ইউনিয়ন শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হেদু বেপারী, বিষ্ণপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ডাঃ জুলহাস, রামপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক দুলাল, বালিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দেলোয়ার শেখ, শহর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক কালু ছৈয়াল, চারু মাঝি, ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস।

সভায় বক্তারা বলেন, ‘সময় এসেছে সরকার পতনের। তেল গ্যাসের দাম বৃদ্ধি। পরিবহনে ভাড়া বেশী। শ্রমিক জনতা আজ দ্রব্যমূল্যের চাপে দিশেহারা। শ্রমিক জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে পতন করতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সু-চিকিৎসা করার সুযোগ তৈরি করার দাবি জানাই।’

Loading

শেয়ার করুন: