চাঁদপুরে সতর্ক অবস্থানে স্থল, রেল ও নৌপথ বিভাগ

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের স্বাভাবিক উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে স্থল, রেল ও নৌপথ বিভাগ সংশ্লিষ্টরা আজ শনিবার (৬ জানুয়ারি) দিনব্যাপী ঘুরে ঘুরে পৃথকভাবে আলোচনায় এ সতর্কতার খবর পাওয়া যায়।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী বলেন, নির্বাচনকে উৎসবমুখর করতে আমরা মধ্যরাত থেকেই সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করব। এর মধ্যে ঢাকা চাঁদপুর রুটে ২৫টি, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে ১২টি এবং ভায়া আরও ১০-১২টিসহ প্রায় অর্ধশত লঞ্চ চলাচলের সবই রাত ১২টা হতে পরদিন রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে আবহাওয়াজনিত কুয়াশা বেশি দেখলে আমরা আরও আগেই অবস্থা অনুযায়ী লঞ্চ বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারি।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. সোয়াইবুল সিকদার বলেন, নির্বাচন উপলক্ষে আমাদের সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি রোববার বন্ধ থাকবে। অর্থাৎ চট্টগ্রাম থেকে ছেড়েও আসবে না এবং দুপুরে এখান থেকে যাওয়ার কথা সেটিও যাবে না। ৮ বগির এই ট্রেনটি ৫ শতাধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন। তবে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটির চলাচল স্বাভাবিক সময়ে অব্যাহত থাকবে।

চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশন ইউনিয়নের সভাপতি বাবুল মিজি বলেন, নির্বাচনের দিন গণপরিবহনের আওতায় রেগুলার লাইনের বাস ও প্রাইভেট কারের ওপর নিষেধাজ্ঞা না থাকায় চাঁদপুর রুটে স্থলপথের সব চলবে। তবে সার্বিক পরিস্থিতির ওপর আমাদের নজরদারি থাকবে।

বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের এ জি এম (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী বলেন, নির্বাচনকে ঘিরে আমরা শুধু প্রশাসন অনুমোদিত গাড়ি পারাপারের জন্য চাঁদপুর-শরীয়তপুর রুটে ৪টি ফেরি চলাচলের জন্য প্রস্তুত রেখেছি। আবহাওয়ার কুয়াশা পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচলের স্বাভাবিক সময় ব্যাহত হতে পারে।

উল্লেখ্য, চাঁদপুর জেলায় ৫টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোট উপহার দিতে ১১ হাজারেরও বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছে।

Loading

শেয়ার করুন: