চাঁদপুরে সাবেক তিন মন্ত্রী-এমপির বিরুদ্ধে মামলা

 

নিজস্ব  প্রতিনিধি ॥

চাঁদপুরে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ ও দীপু মনির ভাই জে আর ওয়াদুদসহ ৬০০ জনের বিরুদ্ধে নতুন একটি মামলা করা হয়েছে। এই মামলায় এজাহারনামীয় সাড়ে ৩০০ জন ও অজ্ঞাত আরও আড়াই শত জনকে আসামি করা হয়।
বুধবার (২৮ আগস্ট )বিকেলে মামলাটি করেন মুক্তার আহমেদ নামের এক ব্যক্তি। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর।

এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দীপু মনির মদদে এজাহারনামীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এ সময় তাঁরা বিস্ফোরক দ্রব্য ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করেন। এতে অনেক শিক্ষার্থীসহ সাধারণ লোকজনও আহত হন। এঘটনায় এক শিক্ষার্থীর বাবা মুক্তার আহমেদ নামের এক ব্যক্তি চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন।

এর আগে দীপু মনি ও তাঁর ভাই জে আর ওয়াদুদসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়। এ নিয়ে চাঁদপুর মডেল থানায় মোট তিনটি মামলা করা হলো।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি সরণীতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা দীপু মনির বিরুদ্ধে ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন। এমামলায় বর্তমানে তিনি জেল হাজতে আছেন।

উল্লেখ্য : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ২০১৪-২০১৯ সাল পর্যন্ত তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য। তার আগে তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলেন।

 

Loading

শেয়ার করুন: