নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্সের আয়োজনে জেলা পর্যায়ে স্থানীয় অংশীজনদের নিয়ে শক্তিশালী এবং তথ্যপূর্ণ মাইগ্রেশন সিস্টেম (সিমস্) ২য় পর্যায়ের প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, আমাদের সমাজে প্রচুর কথা বলি কাজ কম করি। আবার অনেক সময় কথা বেশি বলি কাজও করি কিন্তু অনেকেই সেই কথা শুনে না। সিমস্ গতানুগতিকের ধারার বাহিরে কাজ করতে চাচ্ছেন। তবে কিছু কিছু বিষয়ে আরো নজর দেয়া উচিত। প্রবাসে যারা কাজ করতে চায় তারা যেন নিজেদের কাজ নিজেরা করেন। অনেকে নিজের কাজগুলো অন্যকে দিয়ে করাতে চায়, তখনই প্রতারণার খপ্পরে পরে। সরকারি সুযোগ সুবিধা গুলো কোথায় পাওয়া যায় সে বিষয়েও আপনারা প্রচারণা করতে পারেন।
ডিসি বলেন, সাধারণ নাগরিকরা অনেক সময় চিন্তা করে বিদেশে পা দিতে পারলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। তখন তারা নিজেরা হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটা তার অনুকূলে হয় না। সে ব্যাপারেও তাকে বুজাতে হবে। যাদের দক্ষতা না থাকে তাদের দক্ষতা অর্জনের জন্যেও বুজানো দরকার। কারণ দক্ষতা অর্জন ছাড়া সম্মানের কাজ অর্জন করা যায় না।
তিনি সিমস্ প্রকর্পের কর্মকর্তাদের উদ্দেশ্যে অঅরো বলেন, বাংলাদেশে বৈধ উপায়ে অল্প সময়ের মধ্যেই টাকা চলে আসে। আমরা প্রতিনিয়ত ফোন পাই টাকা পয়সা পাঠিয়ে দেশে এসে সেই প্রবাসী ঠিকমত আর পায় না। এক্ষেত্রে বুজানো দরকার বিদেশ যাওয়ার আগে নিজের নামে ব্যাংকে একটা একাউন্ট খুলার জন্যে। বিদেশ থেকে নিহত প্রবাসীদের মরদেহ আনতেও যে কোন প্রকার টাকার দরকার হয় না সে ব্যাপরেও সবাই জানাতে হবে।
পরিশেষে ডিসি আরো বলেন, আজকে যেসব বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে এইসব বিষয় যারা জানে না তাদেরকে গিয়ে জানাতে হবে। যেসব গ্রামে প্রবাসী বেশি আছে সেসব গ্রামে গিয়ে প্রচারণা করেন। আমাদের কাজগুলো যেন শুধুমাত্র দেখানোর জন্যে না হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, প্রেসক্লাব সভাপতি সাহাদাত হোসেন শান্ত, হেলবেটাস বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর সাজ্জিদ আহমেদ, সিসিডিএ এর সিমস্ (২য় পর্যায়) কনসালটেন্ট খালিদ হোসেন প্রমূখ।
স্বাগত বক্তব্য দেন সিসিডিএ এর সিমস্ (২য় পর্যায়) ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর লুৎফুর রহমান। অনুষ্ঠানের শুরুতে ডকুমেন্টারি উপস্থাপন করেন সিসিডিএ এর সিমস্ (২য় পর্যায়) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. ইকবাল হোসেন।সভায় রেজিষ্ট্রেশন, আসন গ্রহন ও পরিচিত পর্বে যৌথভাবে ছিলেন সিসিডিএ এর সিমস্ প্রকল্পের জেলা সমন্বয়কারী নাজমুল আসান ও উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার।
এছাড়াও সভায় প্রকল্পের কার্যক্রম, উপকারভোগী ও সেবাসমূহ, নিরাপদ অভিবাসন, উভয়পাক্ষিক সমন্বয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রসঙ্গত, শ্রম অভিবাসনে সুশাসন প্রতিষ্ঠায় সিসিডিএ ২০০৭ সাল থেকে নিরাপদ, নিয়মিত ও ধারাবাহিক শ্রম অভিবাসন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছে।
এরই ধারাবাহিকতায় দাতা সংস্থা সুইচ ডেভেলপমেন্ট কোপারেশন এসডিজি এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সি সি ডি এ চাঁদপুর জেলার ছয়টি উপজেলার ত্রিশটি ইউনিয়নে তথ্যপূর্ণ মাইগ্রেশন সিস্টেম (সিমস্) ফেইজ-২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।