স্টাফ রিপোটার :
চাঁদপুরে সীরাতুন্নবী (সাঃ) উদযাপন পরিষদ ও যুব সমাজের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আওলাদে রাসূল ছাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী। খতিব, শাহী জামে মসজিদ, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর আল্লামা খাজা মোঃ অলি উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী, প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা শায়েখ মোল্লা নাজিম উদ্দীন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন চাদপুরী, দারুসসালাম জামে মসজিদের খতিব অধ্যাপক ছোহাইল আহমেদ চিশতি।
আলোচনা রাখেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, মাওলানা আফছার উদ্দিন মিয়াজী। শেখ বেলায়েত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখছেন সীরাতুন্নবী সাঃ উদযাপন পরিষদ এন্তেজামেয়া কমিটির আহবায়ক এডভোকেট মোঃ শাহজাহান খান। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশনা করেন ঐতিহ্যবাহী হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মোহনা শিল্পগোষ্ঠী চাঁদপুর।