স্টাফ রিপোর্টার :
চাঁদপুর পৌরসভা নির্বাচনে সকল প্রার্থী ভোটারদের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েল তাঁর নির্বাচনী প্রচারনায় একের পর এক চমক সৃষ্টি করে ইতিমধ্যে পৌরবাসীর নজর কেড়েছেন। যে দল সরকার ক্ষমতায় স্বাভাবিকভাবে সে দলের মনোনীত প্রার্থীর শক্তিটা বেশিই থাকে। সেই শক্তির অপব্যাবহার না করে নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীকে নাজেহালের চিরচেনা রূপের পরিবর্তন ঘটেছে এবারের চাঁদপুর পৌরসভা নির্বাচনে। আর এ পরিবর্তনের রূপকার চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
২৮ সেপ্টেম্বর সোমবার ৯নং ওয়ার্ডে নির্বাচনী গনসংযোগ, উঠান বৈঠক ও প্রচারণার সময় হঠাৎ করেই কোন প্রকার বার্তা ছাড়াই নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শিষ প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মাঝির নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হন নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান জুয়েল।
যা রাজনীতির মাঠে বিরল। বিএনপির প্রার্থীও তাকে ফুলেল শুভেচ্ছায় সানন্দে বরন করেন ও নেতাকর্মীদের উপস্থিতিতে দু’ প্রার্থী বেশ কিছুটা সময় অতিবাহিত করেন। চিরপ্রতিদ্বন্দ্বী দু’ দলের নেতাদের এ সৌহাদ্যপূর্ন স্বহবস্থান নেতাকর্মীদের সুন্দর ও পরিচ্ছন্ন রাজনীতি করতে অনুপ্রেরণা জোগাবে বলেই বিশ্বাস করেন সাধারন জনগণ।
আজকের এ সৌহাদ্যপূর্ন অবস্থান ছাড়াও বিএনপি এ প্রার্থীকে যাতে বিব্রতকর পরিস্থিতিতে পরতে না হয় সে জন্য এ্যাড. জিল্লুর রহমান জুয়েল গত শনিবার চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে নৌকার ফেস্টুন সাঁটানো দেখতে পেয়ে নিজে গাড়ি থামিয়ে ব্যানারটি খুলে ফেলেন। এতে করে তিনি মহানুভবতার পরিচয় দিলেন। মহানুভবতার পরিচয় দিয়ে যাচ্ছেন। এতে করে গ্রহনযোগ্যতা দিন দিন বেড়েই চলছে।