নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে কোস্টগার্ড ও নৌ -পুলিশে নদীতে অভিযান চালিয়ে ৪টি বোর্ট ও দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৬ অসাধু জেলেকে আটক করেছে। আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ ) সকাল সাড়ে দশটায় পদ্মা নদীর লক্ষীচরের আমিরাবাদ এলাকায় এ অভিযান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
আটককৃত জেলেরা হলো: জহিরাবাদ এলাকায় জাহাঙ্গীর (৪০), রহিম বাদশা (৩৭), শরীয়তপুর জেলার সফিপুর মোঃ আবু বক্কর সিদ্দিক (২২), মোঃ জহিরুল ইসলাম (১৫), ফারুক মাঝি (১৭) ও সাইফুল ইসলাম (২২)।
আটকৃতদের চাঁদপুর নৌ থানায় নিয়ে এনে ভ্রাম্যমান আদালতরে মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ এর ধারা ৪ (ক) এর ১ লংঘন করায় ২ জন জেলে ১ বছরে সশ্রম কারাদন্ড, ২ জনকে ২ জনকে ৫ হাজার টাকা করে জরিমান ও অপ্রাপ্ত বয়স্ক ২ জনকে মুচলেকে দিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানকালে কোস্টগর্ডের নেতৃত্বে ছিলেন পেটি অফিসার নাছির উদ্দিন।