চাঁদপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার সকালে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত সহ জেলা ও উপজেলা পর্যায়ে সমবায় বিভাগ ও সমবায়ীর সাথে সংশ্লিষ্ট অংশীজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

দিবসের আলোচনায় সমবায়ের যাদুস্পর্শে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে জাগরিত করা, গণমুখী সমবায় আন্দোলন ও সমবায়কে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার উৎসারক হিসেবে গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের জনগণের জীবনমান উন্নতকল্পে জাতির পিতার দূরদর্শী উন্নয়ন ভাবনার প্রতিফলন বাস্তবায়নের মাধ্যমে নব-সৃষ্টির উন্মাদনায় উদ্বেলিত বাংলাদেশ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

Loading

শেয়ার করুন: