চাঁদপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

 

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর জেলা কারাগারে কামরুজ্জামান দেওয়ান (৫০) নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামরুজ্জামান জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের সাকারি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

এদিকে কামরুজ্জামানের মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজন ছুটে আসেন হাসপাতালে। তারা কামরুজ্জামান মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেন।

এ বিষয়ে চাঁদপুর কারাগারের জেল সুপার মুহাম্মদ মুনীর হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামরুজ্জামান। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।’

Loading

শেয়ার করুন: