বিশ্বব্যাপী মহামারী মরন ব্যাধী করোনা ভাইরাসের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ সময় বাংলাদেশ সরকারে পক্ষ থেকে বলা হয়েছে মহামারী করোণা মোকাবেলায় সবাইকে নিজ ঘরে থাকার পরামর্শ প্রদান করা হয়েছে। মহামারী করোনা মোকাবেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান অফিস-আদালত সাধারণ ছুটির মাধ্যমে বন্ধ করে দেয়া হয়েছে।
এর ফলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন মানুষের জন্য সরকারি যাকাত ফান্ড থেকে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা ও উপজেলা ভিত্তিক নিম্নবিত্ত কর্মহীন শিক্ষক ও কর্মচারীদের মোট ১৪২ জনকে তালিকা ভুক্ত করে তাদের হাতে নগদ টাকা তুলে দেয়া হয়।
বুধবার (২৯ এপ্রিল) সকাল দশটায় ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা ও সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ শামসুদ্দিন সাহ যাকাতের নগদ টাকা ইসলামী ফাউন্ডেশনের কর্মহীন ৭ জন শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়।
পরে বেলা ১১ টায় ফাউন্ডেশনের নিজ কার্যালয় উপ-পরিচালক মোঃ খলিলুর রহমান, ও ফিল্ড অফিসার মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন, সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার শামসুদ্দিন নেতৃত্বে কর্মহীন অসহায় শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ হাতে সর্বোচ্চ ৫ হাজার ও সর্বনিম্ন ২২৫০ টাকা করে দেওয়া হয়েছে।
যাকাত গ্রহীতার হচ্ছেন কর্মহীন ইসলামিক ফাউন্ডেশন এর তালিকাভুক্ত গণশিক্ষা কার্যক্রম কেন্দ্রের প্রাক প্রাথমিক ও মসজিদভিত্তিক সহজ কোরআন শিক্ষা, কেয়ারটেকারসহ আরো অনেকেই।