নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর জেলায় পৃথক ভ্রাম্যমান আদালতে ৭১জনকে ৬৯ হাজার ২শ’ ৫০ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সকল উপজেলায় ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে রাতে এসব তথ্য ফোকাস মোহনাকে নিশ্চিত করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নির্দেশনা না মেনে অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে ৭১টি মামলায় ৭১জন ব্যক্তিকে সর্বমোট ৬৯ হাজার ২শ’ ৫০ টাকা জরিমানা করা হয়।
একই সাথে বাজার মনিটরিং কার্যক্রমে ১টি মামলায় ১ জনকে ৭ ০০০টাকা জরিমানা করা হয়। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।