চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর, ২০২৩ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর রোববার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

এ সময় তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায় ধরে রাখার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখাতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণ জরুরী হয়ে পড়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা’র সঞ্চালনায় সভাতে আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাহাদাৎ হোসেন, নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত), এনএসআই উপপরিচালক শাহ মো: আরমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী,২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ এ এম মাহাবুবুর রহমান।

এছাড়াও আলোচনায় অংশ নেন আনসার ও বিডিপি চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জল কুমার পাল, চাঁদপুর রেলওয়ে থানার ওসি মাসুদ আলম প্রমুখ।

এসময় জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি ও কমিটির সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। আলোচনায় জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা আইনশৃঙ্খলা কমিটির এ সভায় আলোচ্য সূচির মধ্যে ছিল বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন,সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন, নিয়মিত আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও মোবাইল কোর্ট পরিচালনা, মাদকদ্রব্য ও চোরাচালান সংক্রান্ত, বাজার মনিটরিং ও ভেজাল খাদ্য প্রতিরোধ সংক্রান্ত, নারী নির্যাতন ও ইভটিজিং, গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা সংক্রান্ত ও বিবিধ।

Loading

শেয়ার করুন: