চাঁদপুর থেকে ইলিশ মাছ কিনে বাড়ী ফেরার পথে চাঁদপুরের বাবুরহাট-মতলব পেন্নাই আঞ্চলিক মহা সড়কের কালিভাংতি এলাকায় সিএনজি সাথে মটর সাইকেল সংর্ঘষ হয় এতে এক জনের মৃত্যু ও দুইজন গুরতর আহত হয়েছে ।
জানাযায়, আজ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নারায়নপুর হোসেন পাটোয়ারী বাড়ীর মৃত শহীদ উল্লা পাটোয়ারী ছেলে নারায়নপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম পাটোয়ারী লেলিন ও তার ছেলে ইব্রাহিম ব্যবসায়ী কাজে চাঁদপুর যান এবং কাজ শেষে ইলিশ মাছ কিনে বাড়ী ফেরার পথে চাঁদপুরের বাবুরহাট-মতলব পেন্নাই আঞ্চলিক মহা সড়কের কালীভাংতি এলাকায় বিপরিত দিক থেকে দ্রæতগতি সম্পন্ন সিএনজির সাথে মটর সাইকেলের সংর্ঘষ হয়। এ সময় সিএনজি চালকসহ তিনজন গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সেলিম পাটোয়ারী লেলিনকে মৃত ঘোষনা করেন। আহত অপর দুইজনকে চিকিৎসা দেন।
পোস্টমডেন্ট শেষে মৃত দেহ এলাকায় নিয়ে আসলে শেকের ছায়া নেমে আসে। পরে বাদ মাগরিব পাটোয়ারী বাড়ী মাদ্রাসার মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় ।
এ সময় বাড়ীর দুলাল পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন রিপন মীর, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি হানিফ পাটোয়ারী প্রমুখ মরহুমের স্মৃতি চারন করেন। মরহুমের ছেলে হাছেম পাটোয়ারী পিতা বিদেহী আত্মার মাগফেরাত কামনা সকলের দোয়া কামনা করেন। পরে পটোয়ারী বাড়ী পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয় ।