চাঁদপুর নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

 

ঘূর্ণিঝড় মিধিলির কারণে চাঁদপুর নদী বন্দর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে লঞ্চ চলাচল বন্ধের এ ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের কর্মকর্তা শাহাদাত হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর স্থানীয় নৌ বিপদ সংকেত-৩ এর কারণে চাঁদপুর নদী বন্দর থেকে চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌ পথের সকল নৌযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

Loading

শেয়ার করুন: