নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার হিসেবে সৈয়দ মুশফিকুর রহমানের যোগদান করেছেন। সোমবার (৭ অক্টোবর) চাঁদপুর শহরের নিউ ট্রাকঘাটস্থ নৌ পুলিশ সুপারের কার্যালয়ে এসে তিনি যোগদানের পর তার প্রথম কর্ম দিবস শুরু করেন।
জানা যায়, চাঁদপুর নৌ পুলিশ সুপার পদে যোগদানের পূর্বে তিনি  ফরিদপুর নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০০০ খ্রিস্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ তম ব্যাচের একজন কর্মকর্তা। সৈয়দ মুশফিকুর রহমান ২০০৬ সালে সহকারি পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন।
পুলিশ সুপারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। তিনি দুই সন্তানের জনক। পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের সহধর্মিনীও পুলিশ সুপার হিসেবে এটিইউতে  কর্মরত আছেন।
চাঁদপুর নৌ পুলিশ সুপার হিসেবে যোগদানের পর তিনি রাজনৈতিকবিদ ,পেশাজীবী, সাংবাদিক ও মৎস্যজীবীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
নৌ পুলিশকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে অর্পিত সকল দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আশ্বাস দেন এই পুলিশ কর্মকর্তা।