চাঁদপুর পিবিআই কর্তৃক অপহৃত ভিকটিম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্ধাপাড়া এলাকা হতে অপহৃত জেসমিনকে (১৬) ছদ্মনাম ,পিতা -মো: ফখরুল ইসলাম(৪৬), সাং-সাহেদাপুর, পোষ্ট- সাহেদাপুর, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো আফ ইনভেস্টিকেসন (পিবিআই) চাঁদপুর ।

ভিকটিমকে গত ২০/০৮/২০২৩খ্রিঃ রাত অনুমান সাড়ে ১২টার সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। পিবিআই, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ ফেইসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁদপুর এর দরখাস্ত মামলা নং-২১৪/২০২৩ খ্রি: ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ মামলার ভিকটিম জেসমিন(১৬) ছদ্মনাম ,পিতা -মো: ফখরুল ইসলাম(৪৬), সাং-সাহেদাপুর, পোষ্ট- সাহেদাপুর, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর গত ১০/০৭/২০২৩খ্রি: বিকাল অনুমান ০৪:৩০ টার সময় আসামী মোঃ আদনান সাকিন ভূঁইয়া (১৭) ও তার সহযোগী কর্তৃক কচুয়া থানাধীন তুলাতুলী নামক স্থান হতে অপহরণ হয় মর্মে বাদী বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেন। পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মো: ইউনুছ খন্দকার নেতৃত্বে পিবিআই চাঁদপুর জেলার একটি বিশেষ টিম উক্ত ভিকটিমকে গত ২০/০৮/২০২৩খ্রিঃ রাত অনুমান ১২:৩০ ঘটিকার সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্ধাপাড়া এলাকা হতে উদ্ধার পূর্বক গত ২১/০৮/২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩ টায় ভিকটিমকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক ভিকটিমের জবানবন্দী গ্রহণকরত: ভিকটিমকে তার পিতা মো: ফখরুল ইসলাম(৪৬) জিম্মায় প্রদান করেন। মামলার বাদী-মো: ফখরুল ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা: এসআই মো: ফারুক হোসেন।

 

Loading

শেয়ার করুন: