চাঁদপুর পৌরসভা সহ অন্যান্য পৌরসভার সকল কাউন্সিলর অপসারিত

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, পৌর শাখা-১-এর প্রজ্ঞাপন (নং ৪৬.০০.০০০০.০০০.০৬৩.২৭.০০২.২৪-১০৮১)-এ চাঁদপুর পৌরসভা সহ দেশের অন্যান্য পৌরসভার সাধারণ ও সংরক্ষিত আসনের সকল কাউন্সিলরকে অপসারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৩২(ক) প্রয়োগ করে অত্যাবশ্যক বিবেচনায় এবং জনস্বার্থে বাংলাদেশের ৩২৩টি পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুব আলম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

Loading

শেয়ার করুন: