রবিবার (৫ নভেম্বর) বিকেলে পৌর কর্মচারী সংসদের হলরুমে এই ফলাফল ঘোষণা করা হয়।ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ ও নির্বাচন কমিশনার মোঃ সোহেল রানা। নির্বাচনে অন্য কোন প্যানেল না থাকায় মফিজ -মানিক- বাতেন পরিষদ বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করে।
এতে পূনরায় সভাপতি নির্বাচিত হন মোঃ মফিজউদ্দীন হাওলাদার, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান (মানিক),সাধারণ সম্পাদক আবদুল বাতেন মিয়াজী, যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারজানা পারভীন (লাকী), কোষাধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এমদাদ হোসেন মিলন, সাহিত্য ও সাংস্কৃতিক রফি রাসেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন , ক্রীড়া সম্পাদক মোঃ নজিবুল হক খান সেলিম , দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক মোঃওমর ফারুক, মহিলা সম্পাদিকা নুরুন্নাহার আক্তার, সহ মহিলা সম্পাদিকা- মনিরুন নাহার (হীরা) কার্যকরী সদস্য – শাহাজাদী হেপী, আঃ কাদের মিয়া, মোঃ শাহাদাৎ হোসেন, আঃ কাদির গাজী ও শরিফ হোসেন ভূইয়া।
ফলাফল ঘোষণার পূর্বে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চন্দ্র নাথ ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন,প্রধান নির্বাচন কমিশনার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ,পৌর কর্মচারী সংসদের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেন,সাবেক সভাপতি মফিজ উদ্দিন হাওলাদার, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান (মানিক ),সাবেক সাধারন সম্পাদক বাতেন মিয়াজী,সাবেক সাংগঠনিক সম্পাদক ফারজানা পারভীন (লাকী),নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, নির্বাচন কমিশনার কাউন্সিলর সোহেল রানা,হাবিবুর রহমান।