চাঁদপুর পৌর বিএনপির সভাপতিসহ আটক ১৫

নিজস্ব প্রতিনিধি ॥

নাশকতার অভিযোগে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ বিএনপির ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের কলেজ রোডে নাশকতার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় সেখান থেকে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিকে আটক করা হয়। পরে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৯ জন, হাইমচরে দুইজন, ফরিদগঞ্জে দুইজন, শাহরাস্তিতে একজন,কচুয়ায় একজন।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাস্তায় যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Loading

শেয়ার করুন: