চাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটির কাছে বিদায়ী কমিটির দায়িত্ব হস্তান্তর

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর প্রেসক্লাবের ২০২১ সালের নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর কাছে বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক রহিম বাদশার কাছে বিদায়ী সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ দায়িত্ব বুজিয়ে দেন।

একই সাথে নবনির্বাচিত কোষাধ্যক্ষ চৌধুরী ইয়াসিন ইকরামের কাছে বিদায়ী কোষাধ্যক্ষ রিয়াদ ফেরদৌস দায়িত্ব বুজিয়ে দেন।

দায়িত্বগ্রহণকালে নবনির্বাচিত কমিটি বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের উন্নয়নে তাদের অবদানের প্রশংসা করেন। বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানান।

চাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর শেষে বিদায়ী এবং নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।২০২১সালে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছেন নবাগত সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।

Loading

শেয়ার করুন: