নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ ’৮৮ চাঁদপুর জেলা প্যানেলের কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় প্যানেলের পক্ষ থেকে বন্ধুরা তাঁকে সংবর্ধনা দিয়েছে।
সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ ফেব্রুয়ারি আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের চাঁদপুর জেলা প্যানেলের উপদেষ্টা হাজী মোশারফ হোসাইন, আবিদা সুলতানা ও সিনিয়র সহকারী কো-অর্ডিনেটর এসএম মজিবুল হক রাসেলসহ অন্যান্য সহকারী কো-অর্ডিনেটর ও সদস্যরা।